স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের আলীনগর যুব কল্যাণ সংসদ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী স্যায়িদুল ইসলাম, সার্ক মানবাধিকার কমিশনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুল ইসলাম,বিজয়নগর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাস্টার,মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি সভাপতি মোঃ ফারুক পাঠান,বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্ত,বুধন্তী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফতেহারুল ইসলাম শামীম,বুধন্তী ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী আইনুল ইসলাম,বিজয়নগর উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ রাসেল মিয়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি কাজী আশিক, বিজয়নগর উপজেলা স্কাউট লিডার মোঃ আশিকুর রহমান মাস্টার,বুধন্তী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উজ্জল মোল্লা ও উক্ত সংগঠনের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক ডাঃ শফিকুল ইসলাম প্রমুখ।
সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে করে বুধন্তী অঞ্চলে মানবতার কল্যাণে বিভিন্ন মানুষকে সহযোগিতা করে যাচ্ছে।পবিত্র মাহে রমজান উপলক্ষে আলিনগরের তিনটি মসজিদে ৩০ দিন রোজাদারদের মধ্যে ইফতার করানোর ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি আজকে শতাধিক মানুষকে এর উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিলের পাশাপাশি গ্রামের বিভিন্ন দরিদ্র পরিবারের মাঝে ইফতার বিতরণ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply