স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামীকাল মঙ্গলবার (০৩ মে) পবিত্র ঈদ উল ফিতর। পবিত্র ঈদ উল ফিতরের ঈদ জামাতের জন্য ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠ। সোমবার (০২ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠকে মুসল্লিদের জন্য ঈদের নামাজ আদায় করতে প্যান্ডেল তৈরির কাজ শুরু করেন জেলা ঈদগাহ কমিটি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠের প্যান্ডেল স্থাপন কাজের পরিদর্শন করছেন জেলা প্রশাসক ও ঈদগাহ কমিটির সভাপতি শাহগীর আলম।
ঈদগাহ কমিটির সদস্য ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক মীর মোঃ শাহীন জানান, মুসল্লিদের দীর্ঘদিনের ইচ্ছার প্রতি সমর্থন জানিয়ে এই প্রথম কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ্ ময়দানে পুরো মাঠ জুড়ে প্যান্ডেল স্থাপন করা হচ্ছে। প্রায় এক লক্ষ বর্গফুটের এই ঈদগাহ্তে ২০ হাজার মুসল্লী ঈদের নামাজ আদায় করতে পারবে।
আজ ঈদগাহ মাঠে প্যান্ডেল স্থাপন কাজের পরিদর্শন জেলা প্রশাসক ও জেলা ঈদগাহ্ কমিটির সভাপতি মোঃ শাহগীর আলম। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ঈদগাহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply