স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি–রাজিউন)। শনিবার (০৭ মে) রাত সাড়ে ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৯ টায় গোপালগঞ্জ আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচনী প্রচারণা সভা চলাকালে হৃদরোগে আক্রান্ত হন সাবেক এ সাংসদ। পরে তাকে গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিকরুল আহমেদ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ কর্তৃক মনোনীত প্যানেল থেকে সাধারণ আসনের একজন প্রার্থী ছিলেন।
এ ব্যাপারে গোপালগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান জানান, রাতে আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচনী সভা চলছিল। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply