আগামীকাল ৯ মে রোজ সোমবার সকাল ১০টায় স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হবে। একই স্থানে বিকাল ৩টায় উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আসন্ন জেলা ও অসমাপ্ত উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠানে প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনায় অনুষ্ঠিত উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার অনুরোধ জানিয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply