স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাংলাদেশ আওয়ামীলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ মে) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
জেলা আওয়ামীলীগ নেতা মোঃ মনির হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, সহসভাপতি ও পৌর মেয়র মিসেস নায়ার কবির, হাজী মোঃ হেলাল উদ্দিন, তাজ মোঃ ইয়াছিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, আলহাজ্ব মঈন উদ্দিন মঈন, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এমপি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম ভুইয়া, সাধারন সম্পাদক এম এ এইচ মাহবুব আলমসহ জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply