বিজয়নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আনসার সদস্যদের কর্ম-দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আনসার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং দক্ষ আনসারদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মে) উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও হাসিবুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল্লাহ আল হাদী, উপজেলা কর্মকর্তা রিনা রানী দাস, বিজয়নগর থানার সেকেন্ড অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু।
এসময় বক্তারা আনসারদের পেশাগত কাজের প্রশংসা করেন ও আনসারদের প্রশিক্ষণের ব্যবস্থা করে আরো দক্ষ করে তুলার আহ্বান জানান। পাশাপাশি বিজয়নগরে মাদক বন্ধে পুলিশের সাথে কাজ করারও আহ্বান জানান বক্তারা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply