ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার কবির বলেছেন, পৌরসভার উন্নয়ন কর্মকান্ড ত্বরান্নিত করতে সকলে আন্তরিকতার সহিত কাজ করতে হবে।
বুধবার (১৮ মে) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয়ে পৌর পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, শাহানা বেগম, মিনারা বেগম, নিলুফা ইয়াছমিন, কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, আক্তার হোসেন চৌধুরী, মিজানুর রহমান, এম এ মালেক চৌধুরী, ওমর ফারুক জীবন, ফারুক আহমেদ, মীর মোঃ শাহীন মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ কাওসার মিয়া, মোঃ সাকিল, মোঃ আনোয়ারুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী সবুজ কাজী। সভা সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুদ্দিন। সভায় পৌর মেয়র নায়ার কবির বলেন, পৌরসভার উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্নিত করতে সকলে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। কাজের প্রতি আন্তরিকতা না থাকলে কোন উন্নয়ন কাজ সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এছাড়াও সভায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply