স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ২৪ মে থেকে দফায় দফায় সংগঠিত ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের উপর ছাত্রদলের সশস্ত্র হামলা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিয়তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে জেলা জেলা ছাত্রলীগের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের সঞ্চালনায় মানববন্ধনে সরকারি কলেজ ছাত্রলীগসহ জেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আপন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রায়হান, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক যুবায়ের মাহমুদ খান শ্রাবণ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওবায়দুর রহমান বাবু, হাসান আল ফারাবি জয়, যুগ্ন- সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্লা প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply