বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের পরিমাণ ৭০০ মিটার হবে বলে ধারণা করা হচ্ছে।
বিজয়নগর উপজেলা মৎস্য কর্মকতা মোঃ মনিরুজ্জামান জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউনিয়নের বনি সাচুটিয়া বিলে অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে মৎস্য আহরণ করার সময় জাল গুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য এক লাখ বিশ হাজার টাকা হবে বলে জানান তিনি।
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, উম্মুক্ত জলাশয়ে কোন প্রকার নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছের বংশ বৃদ্ধির প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। সেজন্য মৎস্য বিভাগ জালগুলো জব্দ করেন ও জব্দকৃত জাল ভস্মীভূত করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply