স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারকে দেখতে যান আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি।
গত বৃহস্পতিবার রাতে পিজি হাসপাতালে তিনি আল-মামুন সরকারকে দেখতে যান এবং দীর্ঘক্ষণ হাসপাতালে তার শয্যা পাশে ছিলেন। এসময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের কাছে আল-মামুন সরকারের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
এর আগে বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, উম্মে ফাতেমা নাজমা এমপি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল প্রমুখ নেতৃবৃন্দ হাসপাতালে অসুস্থ নেতার সাথে সাক্ষাৎ করে দ্রুত আরোগ্য কামনা করেছেন। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আল মামুন সরকারের চিকিৎসার তদারকি করছেন।
ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের চিকিৎসার তদারকি করছেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম এমপি ও মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
ইতোমধ্যে, মাননীয় প্রধানমন্ত্রী একাধীক বার আল-মামুন সরকারের শারীরিক অবস্থার খবর নিয়েছেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিসহ কয়জন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি মোবাইলে তার চিকিৎসার খবর নিয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply