সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসন, গভর্নেন্স ইনোভেশন ইউনিট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুন) সকালে দিনব্যাপী সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের উপজেলা পর্যায়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, ও পরিবেশ সুরক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগকে আরো উন্নতর করার লক্ষে উপজেলার সাংবাদিকসহ ৫০জন বিভিন্ন শ্রেণীর মানুষ সুচিন্তিত ৫টি গুপে মতামত লেখিত আকারে প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি ছিলেন নিবার্হী প্রকৌশলী আব্দুর রউফ, সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু হানিফ প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply