সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে ও ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ফায়ার সার্ভিসের মহড়া

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে ও ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ফায়ার সার্ভিসের মহড়া

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেছেন, ‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি সেবা, ত্যাগ ও অগ্রগতি” প্রতিপাদ্য বিষয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যে মহাড়ার উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত গুরুত্ব বহন করে। বিপদকালীন সময়ে এ মহড়া জানমালের ক্ষতি রোধে কাজে আসবে।
বৃহস্পতিবার (০৯ জুন) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরস্থ লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল এন্ড কলেজে মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিদূর্ঘটনা ও ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে দিনব্যাপী এ মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (অতিরক্তি দায়িত্ব) আব্দুস ছামাদ, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওমর ফারুক। লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আল আমীন শাহীন।
মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিদূর্ঘটনা ও ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতি রোধকল্পে করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় ব্যক্তিবর্গ মহড়াটি উপভোগ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com