কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
জেলা পর্যায়ে মৌলভীবাজারের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন কমলগঞ্জের মাওলানা মুফতি মোঃ ইমাম উদ্দিন।
আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের মোঃ আব্দুন নূরের ৩য় সন্তান , পূর্ব জালাল পুর বায়তুন নাজাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ মুফতি মোঃ ইমাম উদ্দিন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট থেকে নিয়মিত ইমাম প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখায় ২০২১-২২ অর্থ বছরে মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন। আনজুমানে আল ইসলাহ আদমপুর ইউপি শাখার প্রচার সম্পাদক মুফতি মোঃ ইমাম ইমামতির পাশাপাশি আধকানি হাজী ফজর উল্লাহ ইবতেদায়ী মাদরাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করছেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply