বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি ও বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভুইয়া বলেছেন, মানুষ রাজনীতি করে জনগণের কল্যাণের জন্য। তাই জনগণ যাকে নেতা মনে করবে যাকে নেতা মানবে সেই হবে জনগণের নেতা। তেমনি ছাত্র সমাজ যাকে নেতা মানবে সেই ছাত্রলীগ নেতা। বাংলাদেশে নেতা হতে গেলে সাংগঠনিক দক্ষতা, কর্মীবান্ধব, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে অটল থাকতে হবে।
সোমবার (২০ জুন) বিকেল ৪টায় উপজেলার চর ইসলামপুর ইউপি ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউপি ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চর ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ দানা মিয়া ভূইয়া, চর ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আজহারুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শুক্কুর আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আদু মিয়া ও সাধারণ সম্পাদক আরজু মেম্বার, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তফসিরুল ইসলাম,চর ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ তোরাব আলী চৌধুরী, ইমাম হোসেন, ইউনুস মিয়া প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply