স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করার লক্ষ্যে যুবলীগকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে।
রবিবার (১৯ জুন) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলী আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, জেলা যুবলীগের সভাপতি এড. শাহনুর ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌস। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহসভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, এহছান উল্লাহ মাসুদ, সালাউদ্দিন সরকার, রাকিব আহমেদ সোহেল, আব্দুল কুদ্দুস, মশিউর রহমান লিটন, স্বপন রায়, জামাল উদ্দিন, সদর যুবলীগের সহ সভাপতি আজাদ হাজারী, যুগ্ম সম্পাদক আবু কাউছার, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক মাসের মধ্যে সকল ইউনিয়নে বর্ধিত সভা করে ইউনিয়নের অন্তর্গত সকল ওয়ার্ড কমিটিগুলো সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply