স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
দলীয় আন্দোলন-সংগ্রামে তৃণমূলে দলীয় নেতৃত্ব আরও সুসংগঠিত ও বেগবান করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর জাতীয়তাবাদী দলের অধীনস্থ ৮নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মোঃ বাবুল রানাকে সভাপতি ও মোঃ ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক নজির উদ্দিন আহমেদ ও সদস্য সচিব আলহাজ্ব মিজানুর রহমান এই কমিটি অনুমোদন দেন।
পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে উল্লেখযোগ্যদের মধ্যে মো. হাফিজুর রহমান ‘কে সিনিয়র সহ-সভাপতি, আমান উল্লাহ ভূইয়া শামীম ‘কে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও মো. মনির হোসেন’কে সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ নবগঠিত এই কমিটি সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে দলকে আরও সুসংগঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply