কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধার করছে বন বিভাগ। রোববার (৩১ জুলাই) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রামে বসবাসরত মো. শাহিন সাপুড়ের কাছ থেকে এ গুলো উদ্ধার করা হয়।
জানা যায়, কমলগঞ্জের শাহিন সাপুড়ে গত শুক্রবার উপজেলার পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামের একটি বাসা থেকে ২টি দাঁড়াস সাপ ও শনিবার টিলাগাও এলাকার এক বাসা থেকে ২টি দুধরাজ সাপ ধরে নিয়ে আসে। গত শনিবার (৩০ জুলাই) রাতে খবর পেয়ে বন বিভাগ সাপ ৪টি উদ্ধার করে নিয়ে রবিবার বিকেলে জানকিছড়া রেস্কিউ সেন্টারে অবমুক্ত করে।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শাহিন সাপুড়ের কাছে ৪টি সাপ আছে। পরে দায়িত্বরত বন কর্মকর্তাদের নির্দেশ দেই সাপগুলো উদ্ধার করে নিয়ে আসতে। পরে তারা নিয়ে আসে। তারপর তাদের মাধ্যমে জানতে পারি সাপগুলো সুস্থ আছে, পরে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply