স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট ছায়েদুল হক এর সহধর্মিণী বেগম দিলশাদ আরা মিনু ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ — রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি এক পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (০৬ আগস্ট) বেলা পৌনে ৩টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বেশ কিছু দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
আগামীকাল রবিবার বাদ জোহর মরহুমার গ্রামের বাড়ি নাসিরনগর উপজেলার পূর্বভাগ স্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া। পাশাপাশি তিনি মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply