সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামে মঙ্গলবার বিকালে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ৯ম শ্রেণী শিক্ষার্থী ইফরাত ভুইয়া (১৬) নামে কিশোর বিদ্যুৎ্পৃষ্ট হয়ে নিহত হয়ছে। সে দেওড়া পূর্বপাড়া ভুইয়া বাড়ির হাকিম ভুইয়ার ছেলে।
দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ূবুর রহমান জানান, ইফরাত ভুইয়া এ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। সে বাড়ির পূর্বদিকের দেয়ালে উঠে পেঁয়ারা গাছের ডাল কাটার সময় বিদ্যুৎতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎ্পৃষ্ট হয়। পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এবং গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply