বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারের মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স নামে একটি দোকানে অভিযান চালিয়ে ১২৮ পাউন্ড কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে দোকান মালিক মহরম আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। তিনি বলেন দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও বিজয়নগর থানা পুলিশের সদস্যরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply