সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক নিবার্চিত হয়ে পুরস্কার গ্রহন করেছেন মোঃ রফিকুল ইসলাম মানিক। তিনি কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে উপজেলা প্রশাসন এবং উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল হক মৃদুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান। ইউএনও মোঃ রফিকুল ইসলাম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও শিক্ষকদের আরও গুরুত্বের সাথে দায়িত্ব পালন করার প্রতি ইঙ্গিত প্রদান করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply