স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ রতন মিয়া-(৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২০ আগস্ট) বেলা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানাধীন পুরাতন ফেরিঘাট মেঘনা সিনেমা হলের পাশে ভান্ডারী পরিবহন ট্রান্সপোট নামে একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার বেলা ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানাধীন পুরাতন ফেরিঘাট মেঘনা সিনেমা হলের পাশে ভান্ডারী পরিবহন ট্রান্সপোট নামে একটি দোকানে অভিযান চালিয়ে একই উপজেলার শরীয়তনগর এলাকার মৃত বাদল মিয়ার ছেলে রতন মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় দোকানটির ভিতরে তল্লাশি চালিয়ে ১৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ বোতল ফেন্সিডিল এবং ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৫১ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply