সরাইল প্রতিনিধি
কলকাতা এক্সপ্রেস বাংলাদেশ এবং কলকাতা কেন্দ্রিক বাংলা ভাষায় একটি বিশ্বস্ত সংবাদ সংস্থা । কলকাতা এক্সপ্রেস, ভারতের জনপ্রিয় ৮টি ভাষায় পরিচালিত, “ইন্ডিয়ান এক্সপ্রেস” এর নিয়ন্ত্রিত একটি বাংলা ভাষার সংবাদ মাধ্যম।
ভারতের বাংলা সংবাদ সংস্থা কলকাতা এক্সপ্রেস এর বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক মোঃ রিমন খান। আজ মঙ্গলবার (২৩ আগষ্ট ) সকালে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সুভাদ্রত স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে এ মোঃ রিমন খানকে সরাইল প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়।
মোঃ রিমন খান বর্তমানে মেহেদী হাসান বাবু সম্পাদিত দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ সরাইল প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সরকার নিবন্ধনের অনুমতি পাওয়া অনলাইন পোর্টাল নিউজ জি টুয়েন্টিফোর ডটকম সরাইল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। দৈনিক কালের ছবি পত্রিকার মাধ্যমেই তার পেশাদারি সাংবাদিকতা শুরু।
মোঃ রিমন খান বিভিন্ন সময়ে দৈনিক স্বাধীন বাংলা , দৈনিক বাংলাদেশ মিডিয়া , দৈনিক কালের ছবি,জাগো বাংলা টিভি,অনলাইন ফোকাস বিডি ডটকম,প্রতিদিন বাংলাদেশ,বাংলাদেশ প্রতিবেদন,রঙিন আলো,বার্তা ২৪ কাজ করেছেন। অনলাইন, প্রিন্ট পত্রিকার পাশাপাশি টেলিভিশন সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি শুভাকাংখি, সাংবাদিক, বিজ্ঞাপণ দাতাসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
মোঃ রিমন খান সরাইল উপজেলা প্রেসক্লাবে সদস্য ও সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা, দৈনিক বাংলাদেশের আলো সরাইল উপজেলা প্রতিনিধি আব্দুল আওয়াল খান ও মৃত শিরিনা বেগমের কনিষ্ঠ পুত্র। উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন।
Leave a Reply