স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজের সার্বিক তত্ত্বাবধানে মাদক ধ্বংস করা হয়। গতকাল ২৩/০৮/২০২২ মঙ্গলবার বিকাল ৫ টায় । তখন বিভিন্ন প্রকারের মাদক ধ্বংস করা হয়। ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ উপস্থিতে আলামত ধ্বংস করা হয় এবং মালখানার জট নিরসনের লক্ষ্যে এ মাদক ধ্বংস করা হয় আলামত ধ্বংস কমিটির সভাপতি আফরিন আহমেদ হ্যাপির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশসিয়াল ম্যাজিস্ট্রট,মোঃ ফরহাদ রায়হান ভূঁইয়া, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আসমা জাহান নিপা,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
স্বাগত সাম্য। আদালত প্রাঙ্গণে রোলার চাপা দিয়ে ও আধুনিক চুল্লিতে অগ্নিসংযোগ করে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকের পরিমাণ গাজা ৯৭৯.৫২০ গ্রাম, ফেনসিডিল, ১১৯৭ বোতল, ইয়াবা ১৬১৮০ পিছ, স্কফ ১৯১৭ বোতল, চোলাই মদ ৫.৩ লিটার, বিদেশী মদ ১১০ বোতল। ধ্বংসকৃত মাদকদ্রব্যর সর্বমোট মূল্য ২ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৭০ শত টাকা। এই মাদক আলামত ধ্বংসের সময় কোট পুলিশ সদস্যরা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply