সরাইল উপজেলা প্রতিনিধি
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে এ দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা মুত্তিযোদ্ধা সংসদ নিবার্চন পরিচালনা কমিটির আহবায়ক বীর মুক্তিযুদ্ধা ওয়াছিক ছিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরাইয়া, কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন বকুল, যুদ্ধাকালীন কমান্ডার আব্দুল্লাহ ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এডঃ আব্দুর রাশেদ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক কমান্ডার ইসমত আলী। এসময় উপজেলার সকল মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টের নিহত শহীদদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আহম্মদ আলী
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply