স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বিশ্বের মানুষের কাছে ভারতের বর্তমান সরকার একটি সাম্প্রদায়িক সরকার হিসেবে বিবেচিত। কারন তাদের সাথে সৌদি আরবের ভালো সম্পর্ক রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সকল দেশের সাথেই তাদের ভালো সম্পর্ক রয়েছে। এটা আমার কথা না, এটা এখন বিশ্বের অনেক দেশের অভিযোগ রয়েছে, ভারতের বর্তমান সরকার একটি সাম্প্রদায়িক সরকার। তিনি বলেন সাম্প্রদায়িকতা কোন ধর্মের বিষয় না, এটা একটি ইজমের বিষয়, সাদা এবং কালার মতো, অনেকটা নারী ও পুরুষের মতো। কিন্তু আন্তরাষ্ট্রীয় যে বিষয় সেটার সাথে সাম্প্রদায়িকতা জড়িত না। ভারত-বাংলাদেশ সম্পর্কও কোনো সাম্প্রদায়িক সম্পর্ক নয়।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাহিত্য একাডেমি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও নাট্যকার রুমা মোদক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন সাঈদ।
সাহিত্য একাডেমির সাধারন সম্পাদক নুরুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও আবৃত্তি শিল্পীরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply