স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলার নবীনগর ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইলসহ আশাপাশের এলাকায় বেশ কয়েকজনকে পাগলা কুকুরে কামড়ে আহত করেন। অপরদিকে জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর, শরীফপুর ও দক্ষিণ তারুয়া এলাকায় কয়েকজনকে কুকুর কামড়ায়। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আনিসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুকুরের কামড়ে আহত ১৫ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ায় তাদেরকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ জানান, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। আহতদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply