স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প কিশোরগঞ্জ ভৈরব থানাধীন নাটালের মোড় থেকে ০২ জন চোরাকারবারী’সহ বিপুল পরিমাণ ভারতীয় চকলেট ও বিস্কুট উদ্ধার। একটি ক্যাভার্ড ভ্যান জব্দ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে আনুমানিক রাত ২১.০০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড়ে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে চোরাকারবারী আসামীদ্বয় ১। মোঃ মোতালেব (২২), পিতা- আব্দুল খালেক, সাং- দেউলা, থানা- বোরহান উদ্দিন, জেলা- ভোলা, ২। মোঃ সোলেমান বাদশা শাহিন (৩১), পিতা- সাহাবুদ্দিন, সাং- ৬৯/২ মধ্যে আরিচপুর, থানা-পূর্ব টংগী, জেলা- গাজীপুর’কে আটক করেন। এসময় ধৃত আসামীদ্বয়ের দখলে থাকা ক্যাভার্ড ভ্যান হতে (ক) ১০,১৪৫ (দশ হাজার একশত পয়তাল্লিশ) পিস, ভারতীয় করঃকধঃ চকলেট, (খ) ১৪,৯৬০ (চৌদ্দ হাজার নয়শত ষাট) পিস, ভারতীয় ৫ঝঃধৎ চকলেট, (গ) ১৫,৬৩০ (পনের হাজার ছয়শত ত্রিশ) পিস, ভারতীয় ঙজঊঙ বিস্কুট’সহ উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সিলেট জেলার সীমান্তবতী এলাকা হতে বিভিন্ন কায়দা অবলম্বন করে চোরাচালানের মাধ্যমে বিদেশী চকলেট ও বিস্কুট দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বিদেশীদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply