সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) জাইকা এর উদ্যোগে উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটির সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ প্রশিক্ষণ কক্ষে উপজেলার ৪০ জন বেকার যুবক ও যুব মহিলাদের আধুনিক পদ্ধতিতে গবাদী পশু, মহিষ ও ব্লাক বেঙ্গল ছাগল পালন বিষয়ক সক্ষমতা বৃদ্ধি মুলক ৪দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গবাদী পশু, মহিষ ও ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন প্রকল্পের আওতায় ৯টি ইউনিয়নের গবাদী পশু, মহিষ ও ছাগল পালন খামারীদের নিয়ে উপজেলা প্রাণী সম্পদ প্রশিক্ষণ কক্ষে ২১সেপ্টেম্বর থেকে ২৪শে সেপ্টেম্বর ০৪ (চার) দিনের প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হক মৃদুল, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) জাইকা মোহাম্মদ মমিনুল ইসলাম।
উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে নাছিরনগর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু তাহের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply