স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী কুমারী পূজার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ অক্টোবর) দুপুরের দিকে জেলার বিভিন্ন মণ্ডপে সার্বজনীন দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
কুমারী পূজাকে কেন্দ্র করে সকাল থেকেই দুর্গা মন্ডপ গুলোতে ভক্তদের সমাগম ঘটতে থাকে। পূজা শুরু হওয়ার পর কানায় কানায় ভরে যায় পুরো মন্ডপ এলাকা। শহরের কালাইশ্রীপাড়ার গুরুচরণ আখড়ার পূজা মন্ডপে এ বছর ৯ বছর বয়সী ঋতু রানী আচার্যকে কুমারী রূপে পূজা করা হয়।
এসময় মন্ডপে উপস্থিত গায়ত্রি সাহা ও স্বপন কুমার রায় বলেন, দেবী দুর্গার একরূপ হচ্ছে কুমারী। তাই কুমারী পূজায় দেবী রূপী মায়ের কাছে প্রার্থনা করেছি মা যেন আমাদের সকলকে ভালো রাখেন।
মন্ডপের পুরোহিত প্রসেঞ্জিত চক্রবর্তী বলেন, শাস্ত্র মতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বা কোলাসুরকে হত্যা করার মধ্যে দিয়ে। কোলাসুর নামক অসুর এক সময় স্বর্গ মর্ত্য অধিকার করে নেন। কোলাসুর স্বর্গ-মর্ত্য অধিকার করায় বাকী বিপন্ন দেবগন মহাকালীর শরণাপন্ন হন। সে সকল দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী মানবকন্যা রূপে জন্মগ্রহণ করেন ও কুমারী অবস্থায় কোলাসুরকে হত্যা করেন। পুর্নজন্মে কুমারী রূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়।
উল্লেখ্য, জেলার ৯টি উপজেলায় এ বছর ৬০৫টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply