স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র্যাবের অভিযানে শাকিল-(২৭), হেলাল-(১৯) ও শাহ আলম-(২৪) নামে তিন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকাল ৮টায় জেলার আশুগঞ্জ উপজেলার বগইর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বগইর এলাকায় অভিযান চালিয়ে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মন্তু মিয়ার ছেলে সাকিল, বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের বাছির মিয়ার ছেলে হেলাল মিয়া ও একই ইউনিয়নের আলাদাউপুর গ্রামের করম আলীর ছেলে শাহ আলমকে আটক করেন। এসময় তাদের দখলে থাকা একটি সিএনজি তল্লাশি করে ২০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়।
এদিকে, র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবতী এলাকা হতে বিভিন্ন সময়ে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছেন।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply