স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জের ভৈরবে পৃথক পৃথক অভিযানে ৩৩ কেজি মাদকদ্রব্য গাঁজা’সহ ০৪ জনকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। এসময় ০১ টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০৬ অক্টোবর) রাত ৮ টায় ও রাত ১০ টায় ভৈরব নাটালের মোড় ও ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ০৬ অক্টোবর ২০২২ ইং তারিখ রাত ০৮.০০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ হাসান মিয়া (২৮), পিতা- মৃত এসহাক আলী, সাং- কাপ্তানবাজার, থানা-কোতয়ালী কুমিল্লা, জেলা- কুমিল্লা ২। কাউসার আহমেদ সুমন (২৮), পিতা- মহিদুল ইসলাম, সাং- কাপ্তানবাজার, থানা-কোতয়ালী কুমিল্লা, জেলা- কুমিল্লা ৩। মোঃ ফয়সাল মিয়া (২৮), পিতা- মাসুক মিয়া, সাং- ডুমুরিয়া চাঁনপুর, থানা-কোতয়ালী কুমিল্লা, জেলা- কুমিল্লাদেরকে আটক করা হয। এসময় আটককৃতদের দখলে থাকা মাইক্রোবাস তল্লাশী করে ১৮ কেজি গাঁজা ও নগদ ২ হাজার ৫শত টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
অপর অভিযানে ০৬ অক্টোবর ২০২২ ইং তারিখ রাত ১০.০০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ রমজান মিয়া(২৫), পিতা-মোঃ ফিরোজ মিয়া, সাং-দূর্গাপুর, থানা-আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে আটক করেন। এসময় তার দখল থেকে ১৫ কেজি গাঁজা’সহ উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply