স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলকে যেন এজেন্ট না দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন এক সদস্য পদপ্রার্থী।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহগীর আলম বরাবর জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড আখাউড়া উপজেলার দুই প্রার্থী মোহাম্মদ আলী ভুইয়া ও মো. সাইফুল ইসলাম বিভিন্ন অভিযোগ তুলে ধরে লিখিত এ আবেদন করেন।
এদিকে, এর আগে গত ১০ অক্টোবর স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে চার সদস্য প্রার্থী একই ধরণের অভিযোগ করেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে রিটানিং অফিসারের কাছে লিখিত আবেদন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছিলো।
রিটানিং অফিসারের কাছে দেওয়া পৃথক অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২৫ জুলাইয়ের জেলা পরিষদের উপ-নির্বাচনে মেয়র কাজল এজেন্ট থেকে তার লোকজন নিয়ে শক্তি প্রয়োগ করে আতাউর রহমান নাজিমকে ভোটে জয়ী করেন। আতাউর রহমান এবারও প্রার্থী। এ অবস্থায় আবারও সাঙ্গপাঙ্গ দিয়ে জোর জবরদস্থি করা হতে পারে বলে অভিযোগকারি দুই প্রার্থী শঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছিল যে, ভোটাররা যেন ভোট দিয়ে মোবাইল ফোনে ছবি তুলে রাখেন- সে জন্য চাপ দেওয়া হচ্ছে। উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলুসহ কয়েকজন এ কাজটি নিশ্চিত করবেন বলে তারা জানতে পেরেছেন।
এ বিষয়ে সদস্য প্রার্থী মোহাম্মদ আলী ভুইয়া ও সাইফুল ইসলাম জানান, নানা কারণেই ভোট নিয়ে তারা বেশ শঙ্কিত ও আতঙ্কিত। হেরে যাওয়ার ভয়ে আতাউর রহমান নাজিমের পক্ষে ভোটারদেরকে নানাভাবে প্রভাবিত করা হচ্ছে। ভোট দিয়ে মোবাইল ফোনে ছবি তুলে রাখার জন্যও বলা হচ্ছে, যা নির্বাচনী বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এ ব্যাপারে আতাউর রহমান নাজিম বলেন, ‘কাউকেই প্রভাবিত করা হচ্ছে না। আর ভয়ভীতি দেখানো হলে তো ভোটাররা অভিযোগ করতো। মূলত ভোটে নিজেদের নড়বড়ে অবস্থানের কারণেই অন্য প্রার্থীরা এ ধরণের ঢালাও অভিযোগ করছেন।’
এ ব্যাপারে আখাউড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাকজিল খলিফা কাজল এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। বিভিন্ন সভা-সমাবেশে ও সাংবাদিকদের কাছে তিনি বলছেন যে, এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। প্রার্থীদের দিয়ে কেউ এটা করাচ্ছেন। তিনি একজন ভোটার হিসেবে শুধুমাত্র চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জন্য ভোট চাচ্ছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
אני מאוד ממליץ על אתר הזה כנסו עכשיו ותהנו ממגוון רחב של בחורות ברמה מאוד גבוהה. רק באתר ישראל נייט לאדי https://romantik69.co.il/