সংবাদ শিরোনাম
কমলগঞ্জ পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় মা নিহত ও শিশু সন্তান আহত জান্নাতের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ।। ধর্ষক গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অবসরপ্রাপ্ত সার্ভেয়ার মতিউর রহমানের ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মর্যাদাহানিকর সংবাদ প্রকাশের দায়ে সাংবাদিক সৈয়দ রিয়াজ আহমেদ অপুর সদস্যপদ স্থগিত,কারণ দর্শানোর নোটিশ “ভিকারুণ নিসা নুন স্কুল এন্ড কলেজ”।। কে এই “ভিকারুন নেসা নুন” ? প্রিয়তমা’ র পরিচালক হিমেল আশরাফের নতুন সিনেমা “রাজকুমার” এর শুটিং শুরু অক্টোবরে সর্বজনীন পেনশন স্কীম বর্তমান সরকারের একটি সর্বোত্তম কাজ; ডিসি শাহগীর আলম নির্বাচনে আইনশৃঙ্খলায় চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত র‍্যাব: র‍্যাব মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন রাজু আহমেদ

আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নেওয়ার শঙ্কা প্রকাশ করে শফিকুলের সংবাদ সম্মেলন

আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নেওয়ার শঙ্কা প্রকাশ করে শফিকুলের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামী ১৭ অক্টোবর রোজ সোমবার অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে নিজের জয় ছিনিয়ে নেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন জেলা পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শফিকুল আলম এমএসসি।
গতকাল (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব শফিকুল আলম এমএসসি।
শফিকুল আলম এমএসসি তার লিখিত বক্তব্যে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোর জবরদস্তি করে আমার জয় ছিনিয়ে নেওয়ার জন্য অবৈধ তৎপরতা শুরু করেছেন। যা এখন ওপেন সিক্রেট। আল মামুন সরকার দলীয় ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্র দখল করে ভোটারদের ভোট ছিনিয়ে নেওয়ার জন্য ভোটারদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে নির্বাচন কমিশনের পাশাপাশি সংবাদ মাধ্যমের সহযোগিতা কামনা করে শফিকুল আলম এমএসসি আরো বলেন, আল মামুন সরকার দলের সাধারন সম্পাদক হয়ে প্রকাশ্যে গ্রুপিং সৃষ্টি করে দলে বিভক্তি তৈরি করছে। ২০১৭ সালে জনপ্রতিনিধিদের ভোটে আমি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেও আমাকে বিদ্রোহী তকমা দিয়ে দলীয় পদপদবি থেকে শুরু করে সকল রাজনৈতিক কর্মকান্ড থেকে বঞ্চিত করেছেন আল মামুন সরকার। এছাড়াও বিগত উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোটি কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com