সংবাদ শিরোনাম
বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী উদ্ধার কমলগঞ্জে অবৈধ বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ২ লাখ টাকা সমমূল্যের ফ্যামিলি ট্যুরের অফার দিচ্ছে রিয়েলমি কমলগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হাবীবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল হত্যা মামলায় দুইজন গ্রেফতার কমলগঞ্জে গুড নেইবারস এর ইনসেপশন মিটিং দেশের বাজারে এলো ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ স্মার্টফোন বাংলাদেশের বাজারে ইলেকট্রিক বাইক ‘এ১০’ এবং ‘এ১২’ আনল রিভো দেশে অভুক্ত ও অর্ধভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে -গোলাম মোহাম্মদ কাদের
ফলোআপ—/ সরাইলে কলেজ ছাত্র ইকরাম হত্যার রহস্য উদঘাটন

ফলোআপ—/ সরাইলে কলেজ ছাত্র ইকরাম হত্যার রহস্য উদঘাটন

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি

অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কলেজ ছাত্র মোঃ ইকরাম হোসেন (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ভাগনীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পূর্ব পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়। 
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে এ হত্যাকাণ্ডের সাথে ইকরাম এর এক ভাগিনাও জড়িত আছেন। হত্যাকান্ডের এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। 
গ্রেপ্তারকৃতরা হলেন- সরাইল উপজেলার বড্ডাপাড়া এলাকার আবুল ফজলের ছেলে ও নিহত ইকরামের ভাগিনা ইমরানুল হাছান সাদী (১৯), বারজীবিপাড়া এলাকার মৃত মোতালিব মিয়ার ছেলে নাজিম উদ্দিন (৫৫) ও রফিক মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪০)।
ক্ষোভ থেকেই মামা ইকরামকে হত্যার মিশনে অংশ নেয়ার কথা জানিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবিন্দ দিয়েছেন ভাগীনা ইমরানুল হাছান সাদী।
পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, নিহত ইকরাম হোসেন সরাইল উপজেলার বর্ডার বাজার এলাকার শহিদ মিয়ার ছেলে। তিনি সরাইল ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। উপজেলার বারজীবিপাড়ায় খালাতো বোন লাভলি আক্তারের বাড়িতে থেকে পড়ালেখা করতেন ইকরাম। লাভলির মেয়ে সুমাইয়া ইয়াসমিনও ইকরামের সঙ্গেই কলেজে পড়েন। সুমাইয়াকে প্রতিবেশী রবিউল্লার ছেলে মোঃ শিমুল প্রায়ই উত্ত্যক্ত করতো। ইকরাম এর প্রতিবাদ করার পর গত বছরের ১৩ অক্টোবর তৎকালীন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইসরাত বখাটে শিমুলকে আট মাসের কারাদণ্ড দেন। তখন থেকেই ইকরামের প্রতি ক্ষোভ তৈরি হয় শিমুলের। গত ঈদুল ফিতরের আগে সাজা ভোগ করে কারামুক্ত হন শিমুল।
অপরদিকে, নিহত ইকরাম তার খালাতো বোনের ছেলে ইমরানুল হাছান সাদীকে কোনো এক সময় মারধর করেছিল বিধায় তার ওপর ক্ষোব্ধ ছিল সাদী। সাদী প্রায়ই ইকরামের সঙ্গে ঘুমাতো। তাই প্রতিশোধ নেয়ার জন্য শিমুল সাদীকে উসকানি দেন। মাস দুয়েক আগে তারা দুইজন স্থানীয় একটি বিলে দেখা করে ক্ষোভ মেটানোর জন্য ইকরামকে হত্যার পরিকল্পনা করেন।
উল্লেখ্য, গত ১০ আগস্ট ২০১৯ ইং তারিখ দিবাগত রাত ৩টায় পূর্ব পরিকল্পনা মোতাবেক  সাদী ঘরের দরজা খুলে দিলে শিমুল ও তার ভাই সোহাগ দা, ছুরি এবং বস্তাসহ ঘরে ঢুকে। সাদী তার ঘুমন্ত মামা ইকরামের পা চেপে ধরেন আর শিমুল ও সোহাগ দা, ছুরি এবং ঘরে থাকা বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে মরদেহ গুম করার জন্য প্লাস্টিকের বস্তায় বেধে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তবে ভোরের আলো ফোটার কারণে মরদেহ গুম করতে না পেরে ঘরেই লুকিয়ে রাখেন। পরে ইকরামকে ঘুম থেকে জাগানোর জন্য লাভলি ঘরের দরজা খুলে দেখেন মেঝেতে বস্তাবন্দি দুই পা বের হয়ে আছে। এ সময় লাভলি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ইকরামের মরদেহ দেখতে পান।
এ ঘটনায় নিহত ইকরাকের বাবা শহিদ মিয়া বাদী হয়ে ১১ আগস্ট সরাইল থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com