সরাইল উপজেলা প্রতিনিধি
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগান সামনে রেখে নিরাপদ সড়ক দিবসটি পালন করেছে সরাইল খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শনিবার সকাল ১১টায় সারাদেশের ন্যায় সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্বরোড মোড়ের ডাচ বাংলা ব্যাংক প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়াারম্যান আবু হানিফ।
বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক এসআই নজরুল ইসলাম, এফকন্সের ম্যানেজার চতেন্দ্র সিং, বাস মালিক সমিতির সদস্য জুয়েল মিয়া, সরাইল উপজেলার ছাত্রলীগ সভাপতি শরিফ উদ্দিন, কমিউনিটি পুলিশের সহ-সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন হাইওয়ে থানার সদস্যবৃন্দ,পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজন।
ওসি বক্তব্য বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে হলে গাড়ি চালকদের সচেতন হতে হবে। মহাসড়কে যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য সরকারী সহায়তায় হাইওয়ে পুলিশ অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার শুরু করছে। মহাসড়কে নিষিদ্ধ গাড়ি চলাচল বা মাতাল অবস্থায় গাড়ি চালালে যন্ত্রপাতি দ্বারা তা চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনা রোধে গাড়ি চালকের পাশাপাশি যাত্রী ও জনসাধারণের সচেতন থাকার আহবান জানান তিনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply