সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের বুড্ডায় বোরহান উদ্দিনের হাত কাটার মামলা তুলে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী।
শুক্রবার ৪ নভেম্বর সকালে মো. জাহের আলীর সভাপতিত্বে বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. ফিরোজ আলী, মো. সোহাগ মিয়া ও ভিকটিম বোরহান উদ্দিনসহ স্থানীয় এলাকাবাসী। এসময় বক্তারা বলেন, দেলোয়ার মিয়া ও সেলিম মাস্টার বোরহান উদ্দিনকে ব্রিক ফিল্ডে কাজ দেয়ার পর ঝামেলা হলে তাকে মারধর করে হাসপাতালে ভর্তি করালে বোরহান উদ্দিনের পরিবারের অনুমতি না নিয়ে তার ডান হাত কেটে ফেলে পরবর্তীতে দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর, ছালেক মিয়া, রাজ্জাক মিয়া সাং কুচনি ইউপি নোয়াগাও এবং সেলিম হাজীকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন ভিকটিমের পিতা ফিরোজ মিয়া যাহার নং-সি আর ৪১/১৯। এক পর্যায়ে মামলার তদন্ত সিআইডিতে দিলে সিআইডি তদন্ত করে আদালতে রিপোর্ট দেয়ার পর আদালত থেকে মামলা তুলে নেয়ার জন্য আসামীরা হুমকি দেয়। ভিকটিম বোরহান উদ্দিন বলেন আমার ডান হাত কেটে ফেলার পর আমি ও আমার পরিবার অসহায় হয়ে গেছি। বাড়ি ঘর সহায় সম্পদ সব বিক্রি করে দিয়েছি। আসামীরা আমাকে ও আমার পরিবারকে মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এলাকার কয়েকশত লোক মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহনকারীরা আসামীসহ হুমকিদাতাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply