সংবাদ শিরোনাম
শ্রদ্ধা ও ভালোবাসায় অধ্যাপক একেএম হারুনুর রশিদের ১৭তম প্রয়াণ দিবস অনুষ্ঠিত

শ্রদ্ধা ও ভালোবাসায় অধ্যাপক একেএম হারুনুর রশিদের ১৭তম প্রয়াণ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক অঙ্গনের বটবৃক্ষ, তিতাস পাড়ের কৃতিসন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী, সুরকার,গীতিকার, নাট্যকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক একেএম হারুনুর রশিদের ১৭তম প্রয়াণ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ নভেম্বর) ‘আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র’ আয়োজিত দিনব্যাপী স্মরণ অনুষ্ঠানের প্রথম পর্বে শহরের শেরপুর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।
বিকেল সাড়ে ৩ টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত হয় অধ্যাপক একেএম হারুনুর রশিদের লেখা কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশন ও স্মৃতিচারণ।
এতে আবরণী আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক সাংবাদিক হাবিবুর রহমান পারভেজের পরিচালনায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com