কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাসোৎসবে দোহার নৃত্য শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নৃত্য শিল্পী অবসরপ্রাপ্ত উপ সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা পূর্ণ চন্দ্র সিনহা (৬০)।মঙ্গলবার (০৮ নভেম্বর) রাত ১০ টায় উপজেলার মাধবপুর শিববাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত পূর্ণ চন্দ্র সিনহা ইসলামপুর ইউনিয়নের কালারাই বিলের বাসিন্দা। জানা যায়, মণিপুরী ললিতকলা একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর পর অস্বস্তি অনুভব করলে পূর্ণ চন্দ্র সিনহা শিববাজার জোড়ামন্ডপের পাশেই বোনের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে লুটে পড়েন। পরে স্থানীয়রা হাসপাতাল নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন তিনি। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক হৃদরোগে আক্রান্ত হয়ে নৃত্য শিল্পী মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, টানা বাদ্যযন্ত্র বাজানো ও বয়স বেশি হওয়ার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পূর্ণ চন্দ্র সিনহা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply