সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আমন ধান কাটা শুরু হয়েছে। এসময় শ্রমিক সংকট দেখা দিয়েছে।ফলে কৃষক ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এ অবস্থায় কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস এক কৃষকের হাতে এক’টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। সরকার থেকে ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই কৃষক হলেন, উপজেলার পানিরশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের আকবর আলী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরাম হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ জহিরুল ইসলাম মন মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র দাস ও স্থানীরা উপস্থিত ছিলেন।কম্বাইন্ড হারভেস্টার মেশিনটির মূল্য ৩২ লাখ টাকা। সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিনটি ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply