সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত মাদক ও ইলেকট্রনিক সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ছেলে মেয়েরা মেধা কার্যক্রম থেকে সরে গিয়েছে: খালেদ হোসেন মাহবুব শ্যামল ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন আবারও কমলো স্বর্ণের দাম আসছে তীব্র শীত, কমছে তাপমাত্রা সরাইলে বিএনপির অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার রেল যাতায়াত, যানজট ও লোডশেডিং সমস্যা সমাধানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত কক্সবাজারে লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে ৬ জন আটক
বাউবির শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

বাউবির শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি’র শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে স্টেকহোল্ডারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা সংক্রান্ত কর্মপরিকল্পনা ২০২২-২০২৩ বাস্তবায়নের লক্ষ্যে উক্ত কমিটির উদ্যোগে স্টকহোল্ডারদের নিয়ে ভার্চুয়ালি জুম-এর মাধ্যমে ২২ নভেম্বর ২০২২ মঙ্গলবার সন্ধ্যা ৭: ০০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি’র রেজিস্ট্রার ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা ড. মহাঃ শফিকুল আলম।
সভার সভাপতিত্ব করেন স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক ড. এএইচএম আনিসুর রহমান আখন্দ। বাউবি’র ১২টি আ লিক কেন্দ্রের আ লিক পরিচালকবৃন্দ ও উপ-আ লিক কেন্দ্র প্রধানগণ এবং সংশ্লিষ্ট কমিটির সকল সদস্যবৃন্দসহ মোট ৭২ জন কর্মকর্তা সংযুক্ত ছিলেন।
সভার প্রধান অতিথি ড. মহাঃ শফিকুল আলম সেবার মান বৃদ্ধি করে অভিযোগ সংখ্যা কমিয়ে আনার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং বাউবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম বাউবির আলোকে পরিমার্জন করে তা দ্রুত কার্যকর করার বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও, বাউবির শিক্ষার্থী, অভিভাবক, সমন্বয়কারী, টিউটর এবং সকল পর্যায়ে স্টেকহোল্ডারদের অবগতির জন্য প্রচার কার্যক্রম জোরদার করার বিষয়ে তিনি নির্দেশনা প্রদান করেন।
সভার সভাপতি ড. এএইচএম আনিসুর রহমান আখন্দ, পরিচালক, এসএসএস বিভাগ, আ লিক পরিচালক ও উপ-আ লিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সকলকে স্টেকহোল্ডারদের অভিযোগসমূহ দ্রুততার সাথে নিষ্পত্তির লক্ষ্যে আরও সচেষ্ট হওয়ার আহবান জানান।
বাউবির জন্য বাস্তবভিত্তিক এবং যুগোপযোগী সিটিজেন চার্টার তৈরি এবং এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সেবার মান বৃদ্ধি পাবে বলে বাউবির আ লিক পরিচালকবৃন্দ এবং উপ-আ লিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নাজনীন আখতার, যুগ্ম-পরিচালক (কাউন্সিল) ও ফোকাল পয়েন্ট, এপিএ টিম এবং স ালনা করেন উক্ত কমিটির সদস্য-সচিব জনাব মো: জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক (কাউন্সিল)।
প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com