সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত মাদক ও ইলেকট্রনিক সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ছেলে মেয়েরা মেধা কার্যক্রম থেকে সরে গিয়েছে: খালেদ হোসেন মাহবুব শ্যামল ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন আবারও কমলো স্বর্ণের দাম আসছে তীব্র শীত, কমছে তাপমাত্রা সরাইলে বিএনপির অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার রেল যাতায়াত, যানজট ও লোডশেডিং সমস্যা সমাধানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত কক্সবাজারে লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে ৬ জন আটক
কিংস লায়ন্স পরিবারের “বিজিএমইএ ইউনিভার্সিটি লিও” ক্লাবের সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত

কিংস লায়ন্স পরিবারের “বিজিএমইএ ইউনিভার্সিটি লিও” ক্লাবের সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত

সময়নিউজবিডি রিপোর্ট
বাংলাদেশ লায়ন্স ক্লাব জেলা ৩১৫এ১, এর সবচেয়ে বড় এবং ক্রিয়েটিভ লিও ক্লাব “বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির” উদ্যোগে দিনব্যাপী “ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ও ট্রেনিং” অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখে বিজিএমইএ ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিনব্যাপী এ “ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ও ট্রেনিং” অনুষ্ঠিত হয়।
Way to Servive in RMG স্লোগানে আয়োজিত দিনব্যাপী এ ওয়ার্কশপে “স্কিল ডেভেলপমেন্ট অফ ইয়ুথ লিডারশীপ” এর উপর কী-নোট স্পিকার হিসেবে একটি গুরুত্বপূর্ণ সেশনে লিওদের সাথে ছিলেন লায়নিজমের জীবন্ত কিংবদন্তি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন এর চেয়ারম্যান এবং গুডউইল অ্যাম্বাসেডর, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল লায়ন এ কে এম রেজাউল হক এমজেএফ, পিডিজি, পিসিসি। প্রতিনিয়ত

পরিবর্তনশীল পৃথিবীতে নিজেদের তৈরি করতে তরুণ লিওদের অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং সময়োপযোগী পরামর্শ দেন লায়ন এ কে এম রেজাউল হক। প্রাণবন্ত এই সেশনে লিওরা তাদের ড্রিম এবং তা বাস্তবায়নে করণীয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ নিয়েছেন।
দিনব্যাপী আয়োজিত ট্রেনিং ও ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারী সকল লিও সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com