সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত মাদক ও ইলেকট্রনিক সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ছেলে মেয়েরা মেধা কার্যক্রম থেকে সরে গিয়েছে: খালেদ হোসেন মাহবুব শ্যামল ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন আবারও কমলো স্বর্ণের দাম আসছে তীব্র শীত, কমছে তাপমাত্রা সরাইলে বিএনপির অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার রেল যাতায়াত, যানজট ও লোডশেডিং সমস্যা সমাধানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত কক্সবাজারে লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে ৬ জন আটক
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত।। ফের স্বতন্ত্র প্রার্থী সাত্তার এমপি নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত।। ফের স্বতন্ত্র প্রার্থী সাত্তার এমপি নির্বাচিত

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪৪ হাজার ৮শত ১১ ভোট পেয়ে বেসরকারিভাবে ফের এমপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ভাসানী।
বুধবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। নির্বাচনে মোট ১৩২টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপ-নির্বাচনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা ৫ বারের সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হওয়া উকিল আবদুস সাত্তার ভূইয়া (কলারছড়ি প্রতিক), জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী (লাঙ্গল), জাকের পার্টি মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল (গোলাপ ফুল) এবং স্বতন্ত্র প্রার্থী আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফ আহমেদ-(মোটর গাড়ী প্রতিক) প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপর স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা (আপেল প্রতীক) নির্বাচনে অংশ নিয়ে পত্রিকায় বিবৃতি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও নির্বাচনের ব্যালট পেপারে তার প্রতীকের নাম ছিলো। জিয়াউল হক মৃধা এ আসনে দুই বারের সংসদ সদস্য ছিলেন।
এদিকে,সকালে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছিলো। সরাইল উপজেলার কয়েকটি কেন্দ্রে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ইভিএম মেশিনে ভোট দিতে পেরে খুশি। কারন ইভিএম মেশিনে ভোট প্রদান করা খুব সহজ। তাছাড়াও উপ-নির্বাচনে ভোটারদের আগ্রহ কম থাকায় ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি কম ছিলো।

সরাইল-আশুগঞ্জ আসনে ১৩২টি ভোট কেন্দ্রে দুইজন করে অতিরিক্ত জেলা প্রশাসক, দুইজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও ১১জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৫ প্লাাটুন বিজিবি, ৯ টিম র‌্যাব দায়িত্ব পালন করেছেন। পুলিশ মোতায়েন করা হয়েছে ১ হাজার ১শত ও অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেছেন। সরাইল-আশুগঞ্জ উপজেলার ১৭ ইউনিয়নে ১৩২টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৭৩ হাজার ৩১৩ জন ভোটার রয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহাগীর আলম বলেন, উপ-নির্বাচন উপলক্ষে আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছি। কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি হয়নি। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com