স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাক্তন স্কাউটস এর পূর্নমিলনীর লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার (০৪ ফেব্রুয়ারি) ঢাকাস্থ স্কাউটস ভবনে এক সভা অনুষ্ঠিত হয়।
প্রাক্তন স্কাউটস এবং বিজিএফসিএলএর সাবেক কর্মকর্তা মুজিবুর রহমান এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য নাজমুল হক নাজু । সভায় আলোচনায় অংশ নেন প্রাক্তন স্কাউট অবসরপ্রাপ্ত লেঃ জেনারেল সাজ্জাদুল হক, স্কাউটার মোঃ হাবিবুর রহমান, স্কাউটার সামছুর রহমান খান মোস্তফা,স্কাউটস এর জাতীয় উপ কমিশনার (এডাল্ট রিসোর্সেস)শরীফ আহমেদ কামাল, প্রাক্তন স্কাউটসদের মধ্যে অরুণাভ চক্রবর্তী, মোঃ জাহিদুল হক, মোঃ খায়েরুজ্জামান শিকদার বাপ্পী, আরিফ আল আশরাফ, আল আমীন শাহীন, আবু বক্কর সিদ্দিক বুলবুল,বদরুজ্জামান আলাল, মোঃ মীর কাদিম সেতু, নজরুল ইসলাম চৌধুরী, মোঃ লিমন মিয়া, মোঃ পাভেল উদ্দিন প্রমুখ। উক্ত সভায় ব্রাহ্মণবাড়িয়ার প্রাক্তন স্কাউটদের মাঝে সম্প্রীতির বন্ধন, নতুন প্রজন্মের স্কাউটদের উৎসাহ, স্কাউটিং আন্দোলন বিকশিত, প্রাক্তন স্কাউটসদের যুক্ত করার ব্যাপারে আলোচনা হয়।ব্রাহ্মণবাড়িয়ার প্রাক্তন স্কাউটসদের সমন্বয়ে আহবায়ক কমিটি গঠন হয়। কমিটির আহবায়ক হচ্ছেন জাতীয় কমিশনার সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য নাজমুল হক নাজু। সদস্যরা হচ্ছেন অবসরপ্রাপ্ত লেঃ জেনারেল সাজ্জাদুল হক, মোঃ জাহিদুল হক , স্কাউটার মোঃ হাবিবুর রহমান, মোঃ মজিবুর রহমান, অরুণাভ চক্রবর্তী, আল আমীন শাহীন, আরিফ আল আশরাফ, মোঃ মীর কাদিম সেতু, বদরুজ্জামান আলাল, ড.তৌফিকুল ইসলাম মিথিল।
আগামী ১৮ মার্চ শনিবার মৌচাকে পূর্নমিলনী করার তারিখ নির্ধারণ করা হয়। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উদ্যোগের জন্য মোঃ জাহিদুল হককে দায়িত্ব দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় সমন্বয়ের জন্য মোঃ হাবিবুর রহমান ও আল আমীন শাহীনকে দায়িত্ব দেয়া হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply