স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের ১০ দিন পর অপহৃত কিশোরীসহ বোরহান উদ্দিন-(২৮) নামে অপহরণকারীকে গ্রেপ্তার করেছেন র্যাব। গ্রেপ্তারকৃত বোরহান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাতা গ্রামের রফিক মিয়ার ছেলে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলা সদর উপজেলার সুবিদপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন র্যাব-৯।
র্যাব-৯ সিপিসি-১ এর ল্যাফটেন্যান্ট কমান্ডার মোঃ নাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী থেকে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে অপহরণ করে নিয়ে যায় বোরহান উদ্দিন। এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর পিতা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি অভিযোগটি র্যাবকেও অবহিত করা হয়। এর প্রেক্ষিতে র্যাব উদ্ধার অভিযান শুরু করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ১০দিন পর আজ শুক্রবার অপহরণকারী বোরহান উদ্দিনকে গ্রেপ্তার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেন।
র্যাব-৯-জানান গ্রেপ্তারকৃত বোরহান উদ্দিন বিবাহিত ও তিন সন্তানের জনক। সে একজন লেবাসধারী ইমাম। তার বিরুদ্ধে একাধিক অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার হয়ে ১১ মাস কারাভোগের পর সম্প্রতি জেল থেকে বের হয়ে ফের অপকর্ম শুরু করেছেন।
ল্যাফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আরো জানান, অপহৃত স্কুলছাত্রী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের আহরন্দ এলাকার একটি স্কুলে পড়াশোনা করেন। একসময় একই এলাকার একটি মসজিদে ইমামতি করতেন বোরহান উদ্দিন। সে সুবাদে ঐ স্কুলছাত্রীর সাথে পরিচয় হয় বোরহানের । সেসময় থেকে বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করে আসছিলেন। এর জের ধরেই গত ৬ ফেব্রুয়ারি সংঘবদ্ধভাবে স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে আজ বোরহান উদ্দিনকে গ্রেপ্তার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply