কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সন্ধ্যা সাতটায় মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ টি ভাষার সংমিশ্রণে মঞ্চস্থ হয়েছে ভাষাভিত্তিক নাটিকা “মধুর আমার মায়ের ভাষা”। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে লেখক সাংবাদিক শাব্বির এলাহীর রচনা ও নির্দেশনায় এ নাটকে বাংলা ভাষা ছাড়াও কুরুখ,খাসি, উড়িষ্যা, মৈতৈ ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় এ নাটকটি পরিবেশিত হয়। এ নাটক প্রসঙ্গে লেখক ও গবেষক আহমেদ সিরাজ বলেন, কমলগঞ্জ তথা সারা বাংলাদেশে এতো ভাষা বৈচিত্র্যে এ রকম পরিবেশনা বিরল।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply