স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ১০২ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে নাজাদুল ইসলাম রামীম-(২০) ও মোঃ ইকরাম-(২২) নামে দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। এসময় ০১টি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
সোমবার (০৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকা থেকে আটক করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার সকালে সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার সরাইল থানাধীন শাহবাজপুর ব্রীজ এলাকায় তল্লাশী চৌকি স্থাপন করে তল্লাশীকালে আটককৃত নোহা গাড়িটিকে থামার জন্য সংকেত দিলে গাড়িটি সংকেত অমান্য করে র্যাবের তল্লাশী চৌকি ভেঙ্গে পালিয়ে বিশ্বরোড হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর অভিমূখে যেতে থাকলে র্যাবের আভিযানিক দল নোহাটির পিছু নেয়। এসময় নোহা গাড়িটি পালানোর প্রাক্কালে রাস্তায় চলাচলকৃত ০২ টি সিএনজি ও ০১টি ইজিবাইককে ধাক্কা দিয়ে গুরুত্বর ক্ষতিগ্রস্থ করে। পরে নোহা গাড়িটিকে র্যাবের আভিযানিক দল ধাওয়া করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন সুহিলপুর বাজার এলাকা থেকে নোহ মাইক্রোবাসটি আটক করে এর ভেতর থেকে জেলা শহরের কাজীপাড়া এলাকার আরিফুল ইসলামের ছেলে মোঃ নাজাদুল ইসলাম রামীম ও একই এলাকার তাহার মিয়ার ছেলে মোঃ ইকরামকে আটক করে নোহা গাড়িটি তাল্লাশী করে ৫০ টি বান্ডিল নীল রংয়ের পলিথিনের উপর খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ১০২ (একশত দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা ও ০১ টি চাকু জব্দ করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply