স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় সমাহিত হলো ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দুইবারের সভাপতি ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল টোয়েন্টিফোর এর ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি।
বৃহস্পতিবার (০৯ মার্চ) বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টেংকেরপাড় লোকনাথ দিঘীর মাঠে নামাজে জানাজা শেষে শহরের শেরপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
গত ৬ই মার্চ ২০২৩ ইং তারিখ রাত সোয়া ১১টায় ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মূত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
মিডিয়া ব্যক্তিত্ব মরহুম রিয়াজ উদ্দিন জামির নামাজে জানাজায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মোঃ ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং জেলার শীর্ষ আলেমগণ সহ জেলার সকল গণমাধ্যম কর্মীরা।
এদিকে বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে আসেন রিয়াজ উদ্দিন জামির মরদেহ। আখাউড়া চেকপোস্ট থেকে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও তার পরিবারের সদস্যরা মরহুমের মরদেহ গ্রহণ করে তার বাড়ি জেলা শহরের কালাইশ্রীপাড়ায় নিয়ে আসা হয়।
প্রেসক্লাবের সামনে থেকে শহরের টেংকেরপাড় লোকনাথ দিঘীর মাঠে মরহুমের মরদেহ নিয়ে যাচ্ছেন গণমাধ্যম কর্মীরা।
মরহুম রিয়াজ উদ্দিন জামির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
Leave a Reply