সংবাদ শিরোনাম
কমলগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ।। একজন গ্রেপ্তার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত কমলগঞ্জে ভেজাল মসলা উৎপাদনে ৫০ হাজার টাকা জরিমানা আখাউড়ায় ঘরের দরজা ভেঙে এক গৃহবধূর মরদেহ ও আহতাবস্থায় স্বামীকে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউএইচএফপিও এর কমিটি গঠন।। ডাঃ হিমেল খান সভাপতি ও ডাঃ সুমন ভুইয়া সাধারন সম্পাদক সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার নাসিরনগরে বিস্ফোরক দ্রব্য ও নাশকতা মামলায় ভলাকুট ইউপি চেয়ারম্যান গ্রেফতার দূর্বৃত্তদের প্রাননাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার টঙ্গীতে খুন হওয়া ব্রাহ্মণবাড়িয়ার দুই শিশুকে তাদের মা-ই হত্যা করেছেন বলে স্বীকারোক্তি
বিজয়নগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল হস্তান্তর

বিজয়নগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল হস্তান্তর

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া চতুর্থ ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল ও খতিয়ান হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকালে সারাদেশের মোট ৩৯,৩৬৫ টি ক শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ণ – ২ প্রকল্পের আওতায় নির্মিত গৃহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন বিজয়নগর উপজেলা প্রশাসন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত উপকারভোগীদের মাঝে ঘরের দলিল, খতিয়ান ও সংশ্লিষ্ট কাগজপত্র হস্তান্তর করেন। এসময় তিনি উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া মিষ্টি তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাওন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com