স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া চতুর্থ ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল ও খতিয়ান হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকালে সারাদেশের মোট ৩৯,৩৬৫ টি ক শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ণ – ২ প্রকল্পের আওতায় নির্মিত গৃহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন বিজয়নগর উপজেলা প্রশাসন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত উপকারভোগীদের মাঝে ঘরের দলিল, খতিয়ান ও সংশ্লিষ্ট কাগজপত্র হস্তান্তর করেন। এসময় তিনি উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া মিষ্টি তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাওন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply