সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল,বিজ্ঞান প্রযুক্তি ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল,বিজ্ঞান প্রযুক্তি ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে জেলা প্রশাসন কার্যালয়ের অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৯ মে) সকালে বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা জেলা প্রশাসন কার্যালয়ের অভিমুখে পদযাত্রা ও জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন। দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া। উপজেলার সংখ্যানুসারে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।
উল্লেখ্য, শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতির পীঠস্থান বা রাজধানী খ্যাত তিতাস জনপদ উন্নত যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ একটি সমৃদ্ধ জেলা ব্রাহ্মণবাড়িয়া। এখানে রয়েছে একটি স্থল বন্দর, নৌ বন্দর ও রেলওয়ে জংশন। এখানে রয়েছে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদন কেন্দ্র। এই জেলার তিতাস গ্যাস দেশের সর্বোচ্চ গ্যাসের চাহিদা পূরণে সক্ষম। অথচ স্বাধীনতার ৫২ বছর পরেও এখানে একটি সরকারি মেডিকেল কলেজ নেই, কোন পাবলিক বিশ্ববিদ্যালয় নেই।
এই গুরুত্বপূর্ণ তিনটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবিতে ছাত্র মৈত্রী’র চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেন।

সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ছাত্রমৈত্রীর পদযাত্রা।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা যুব মৈত্রীর আহ্বায়ক অ্যাডভোকেট নাসির মিয়া, বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা যুব মৈত্রীর যুগ্ম আহবায়ক কাজী তানভীর মাহমুদ শিপন, সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ফাহিম মুনতাসির, সাধারণ সম্পাদক সানিউর রহমান, সাংগঠনিক সম্পাদক জুবায়েদ আহমেদ। এতে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন তিশা, পিয়াস, প্রহর, হালিমা, মেহেদী, ক্লিন্টন, সাইদুল, সায়মন, ফেরদৌসা, নুসরাত, বশির,সানজিদা, তাজিম, সিয়াম প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com